গোটা বিশ্ব আজ প্রায় দেড় বছর যাবৎ করোনা মহামারীতে আক্রান্ত!! শুধু আক্রান্তই নয়, যেন থমকে গেছে বিশ্ব! স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। বিশেষ করে অত্র এলাকার খেটে খাওয়া মানুষ আজ বড়ই অসহায়, চিন্তিত দু’মুঠো অন্ন জোগানের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ভার নিয়ে! তাই বিশেষ এই মূহুতের্ বিশেষ করে Covid-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে থাকার প্রত্যয়ে পদ্মা ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল রোড, চাঁপাইনবাবগঞ্জ- করোনা ভাইরাসে আক্রান্ত ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জটিলতা নির্ণয়ের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার সুব্যবস্থা করেছে ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) ছাড় প্রদান করে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
অভ্যার্থনা বা মাকের্টিং বিভাগ
পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার
হাসপাতাল রোড, চাঁপাইনবাবগঞ্জ
ফোন: 0781-51133; মোবাইল: 01738-665593, 01941-794931