“4th Bangladesh HaematoCon 2019”

0
827

আগামী ১৬ এবং ১৭ নভেম্বর-২০১৯ “হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ” এর আয়োজনে “4th Bangladesh HaematoCon 2019” নামে একটি বৈজ্ঞানিক কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এম মুর্শেদ জামান মিঞা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হেমাটলজি), রাজশাহী মেডিকেল কলেজ সেখানে তার বৈজ্ঞানিক নিবন্ধ “Newer Reticulocyte Parameters: Hope for Diagnosis & Monitoring of Anaemia” উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করবেন। এছাড়াও তিনি র‌্যাপোটেরিয়ার হিসেবে একটি সেশন পরিচালনা করবেন।

আমরা তার এই অনন্য কর্মকান্ডের জন্য অভিনন্দন জানাই এবং উত্তরোত্তর সফলতা কামনা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here